ঢাকা, ২৮ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ১২ কার্তিক ১৪৩২
good-food
১২৩৯

ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবেন না 

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৯ ৬ জানুয়ারি ২০১৯  

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছেন না, ফ্রন্ট ভাঙবে না।
রোববার ড. কামালের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্টু এ কথা বলেন।
তিনি বলেন, ড. কামালের বক্তব্য কতিপয় মিডিয়ায় ভুলভাবে এসেছে। তার সংশোধনীর জন্য ইতোমধ্যে গণমাধ্যমে প্রেস রিলিজ দেয়া হয়েছে।

তিনি জানান, ড. কামাল কখনো বলেন নি গণফোরামের দুই জন শপথ নেবেন।
এসময় কামালের ‘ইতিবাচক’ মন্তব্য নিয়ে প্রশ্ন তুললে মন্টু বলেন, ইতিবাচকতা মানে এই নয় যে শপথ নেবেন। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আগামী পরশু নতুন কর্মসূচি দেয়ার কথাও জানান মন্টু।

তিনি বলেন, আগামী পরশু আমরা আবার বসবো।  সেদিন  নতুন কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে  আ স ম আব্দুর রব বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ভাঙার কোনো প্রশ্ন আসে না। জণগণের স্বার্থে গণতন্ত্র রক্ষায় যে ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে তা স্থায়ী থাকবে।

ঐক্যফ্রন্ট ভাঙছে না বলে বারবার জোর দিয়ে বলেন রব।